Logo
Logo
×

সারাদেশ

দহগ্রাম সীমান্তে গভীর রাতে বিএসএফের কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় বন্ধ

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০১:৩৮ পিএম

দহগ্রাম সীমান্তে গভীর রাতে বিএসএফের কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় বন্ধ

ছবি : সংগৃহীত

লালমনিরহাটের দহগ্রাম সীমান্তের শূন্যরেখার কাছে গভীর রাতে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি বসানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের বাধায় এ কাজ বন্ধ হয়ে যায়।

সীমান্তবাসীরা জানান, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে দহগ্রামের কলোনিপাড়া সীমান্ত এলাকায় বিএসএফ ভারতীয় নাগরিকদের দিয়ে শূন্যরেখার তিন থেকে পাঁচ গজের মধ্যে বেড়া ও লোহার খুঁটি স্থাপন শুরু করে। শনিবার সকাল পর্যন্ত প্রায় ৫০০ গজ এলাকায় স্থাপনার কাজ চললেও বিজিবির হস্তক্ষেপে তা বন্ধ হয়ে যায়। তবে বিএসএফ নিজেদের সীমান্তে শক্তি বৃদ্ধি করে।

বিজিবি সূত্র জানায়, এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানানো হলে শনিবার (১ মার্চ) বিকেলে বিজিবি-বিএসএফ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষ থেকে পানবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার আইয়ুব আলী নেতৃত্ব দেন, আর বিএসএফের পক্ষে ছিলেন ভোটবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার জালম সিং।

পানবাড়ী বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার লুৎফর রহমান জানান, কাঁটাতারের বেড়া নির্মাণের প্রতিবাদ জানানো হয়েছে এবং সীমান্তে টহল জোরদার করা হয়েছে। রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম আলদীন বলেন, বিএসএফ দাবি করেছে যে তাদের জেলা প্রশাসনের সহায়তায় ভারতীয় গ্রামবাসীরা বেড়া নির্মাণ করছিল। তবে দুই বাহিনীর উচ্চপর্যায়ের বৈঠকে আগেই সীমান্তে নতুন স্থাপনা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যা তাদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন