Logo
Logo
×

সারাদেশ

জয়পুরহাটে সিএনজির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১১:০৭ পিএম

জয়পুরহাটে সিএনজির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

ছবি : সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সিএনজির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে গোলাম নাসির বিপ্লব (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৩ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার ফিসকাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্লব উপজেলার মালঞ্চা গ্রামের বাসিন্দা এবং পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন। তার রাজনৈতিক পদ নিশ্চিত করেছেন সংগঠনের আহ্বায়ক নুরুজ্জামান মণ্ডল।

পুলিশ ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা গেছে, একটি সিএনজি অটোরিকশা সড়কের বাম পাশ দিয়ে চলছিল। এ সময় এক পথচারী রাস্তা পারাপারের জন্য হঠাৎ ডান পাশে চলে আসেন। তাকে পাশ কাটাতে গিয়ে সিএনজি চালকও ডান দিকে মোড় নেয়। বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেল আসছিল, যা সিএনজিকে সরাসরি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে ঘটনাস্থলেই মৃত্যু হয় গোলাম নাসির বিপ্লবের।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান, সিএনজি চালকের বাড়ি দুর্ঘটনাস্থলের কাছাকাছি। তিনি গাড়িটি এক পাশ থেকে অন্য পাশে ঘোরানোর সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্লব স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা ছিলেন। তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন