Logo
Logo
×

সারাদেশ

রংপুরে ছাত্র আন্দোলনে গুলি: যুবলীগ নেতা নাহিদ হাসান সাদ্দাম গ্রেফতার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ০৫:৪১ পিএম

রংপুরে ছাত্র আন্দোলনে গুলি: যুবলীগ নেতা নাহিদ হাসান সাদ্দাম গ্রেফতার

ছবি : সংগৃহীত

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে নিহত পথচারী মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হাসান সাদ্দামকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে রংপুর মহানগরীর স্টেশন এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় যৌথ বাহিনীর অভিযানে তাকে গ্রেফতার করা হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মুজিদ আলী জানিয়েছেন, গ্রেফতারের সময় সাদ্দামের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

নাহিদ হাসান সাদ্দাম ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার অন্যতম আসামি। রাজা রামমোহন ক্লাবের সামনে হামলায় অস্ত্র হাতে তিনি প্রকাশ্যে অংশ নেন।

সেই সময় অস্ত্র হাতে থাকা সাদ্দামের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর ৫ আগস্ট থেকে তিনি আত্মগোপনে চলে যান।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানিয়েছেন, নাহিদ হাসান সাদ্দাম রংপুরের স্টেশন এলাকার আলম নগর বাবু পাড়ার বাসিন্দা এবং মৃত ধলু মিয়ার পুত্র। তিনি বৈষম্যবিরোধী আন্দোলন দমন করতে সংঘটিত হামলাগুলোর অন্যতম পরিকল্পনাকারী ছিলেন।

মাহমুদুল হাসান মুন্নার বাবা গত বছরের ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার পুত্রসহ মোট ১২৮ জনকে আসামি করা হয়।

গ্রেফতার হওয়া যুবলীগ নেতা নাহিদ হাসান সাদ্দামের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন