Logo
Logo
×

সারাদেশ

দেশব্যাপী ভূমিকম্প অনুভূত: মাঝারি মাত্রার কম্পন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০৪:০৩ পিএম

দেশব্যাপী ভূমিকম্প অনুভূত: মাঝারি মাত্রার কম্পন

ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকা এবং দেশের বিভিন্ন অঞ্চলে আজ (বুধবার) বেলা সাড়ে ১১টার দিকে ভূমিকম্প অনুভূত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ বিভাগের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা নিশ্চিত করেছেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬। এটি মাঝারি ধরনের কম্পন ছিল এবং এর উৎপত্তিস্থল মায়ানমার-ভারত সীমান্তে, যা ঢাকা থেকে প্রায় ৪৪৯ কিলোমিটার দূরে। তবে, তাৎক্ষণিকভাবে কোথাও ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি ভারতের ইয়ারিপোক থেকে ৪৪ কিলোমিটার দূরে আঘাত হানে। রংপুরেও এই ভূমিকম্পের মৃদু কম্পন অনুভূত হয়েছে বলে নিশ্চিত করেছেন রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান।

স্থানীয়রা জানান, কয়েক সেকেন্ড স্থায়ী এ কম্পনে খুব অল্প সময়ের জন্য কম্পন অনুভূত হয়েছে। ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন