ব্রিজ ভেঙে মালামাল নেওয়ার অভিযোগে পিরোজপুরে বিএনপির ৩ নেতাকর্মী বহিষ্কৃত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১১:৫৬ পিএম

ছবি : সংগৃহীত
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় একটি আয়রন ব্রিজ ভেঙে মালামাল আত্মসাৎ করার অভিযোগে বিএনপির তিন নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৫ মার্চ) জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর স্বাক্ষরিত এক আদেশে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন— নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মাটিভাংগা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার সাফায়েত হোসেন শাহীন, বিএনপির কর্মী মো. হেদায়েত হোসেন এবং জাহিদুল ইসলাম।
বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে ঊর্ধ্বতন নেতৃবৃন্দের নির্দেশে ও উপজেলা বিএনপির সুপারিশক্রমে তাদের সদস্যপদ ও সব ধরনের পদ-পদবি বাতিল করা হলো। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩ মার্চ) গভীর রাতে নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নের উত্তর বানিয়ারী এলাকায় হামিদীয়া কারিমিয়া জামে মসজিদ সংলগ্ন খালের ওপর থাকা আয়রন ব্রিজটি রাতের আঁধারে ভেঙে ফেলে বিএনপি নেতা সাফায়েত শাহীনের সহযোগীরা। গ্রামবাসীরা বাধা দিতে গেলে তারা হুমকির মুখে পড়েন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম হেকমত জানান, রাতে বিএনপি নেতা সাফায়েত শাহীন ও তার অনুসারীরা ব্রিজটি ভেঙে মালামাল নিয়ে গেছেন। যদিও ওই স্থানে একটি নতুন ত্রাণের ব্রিজ নির্মাণের কথা ছিল, তবে কাজ শুরু হওয়ার আগেই পুরাতন ব্রিজটি অপসারণ করে মালামাল সরিয়ে নেওয়া হয়। বিষয়টি উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে অবহিত করে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান দুলাল জানান, ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন এবং তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ সত্যি প্রমাণিত হলে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে অভিযুক্ত বিএনপি নেতা সরদার সাফায়েত হোসেন শাহীন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি কয়েকদিন আগে ঢাকায় এসেছেন এবং ব্রিজ ভাঙার বিষয়ে কিছুই জানেন না। এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেছেন তিনি।