
ছবি : সংগৃহীত
সাভারের আশুলিয়ায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
শুক্রবার (৭ মার্চ) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ধামসোনা ইউনিয়নের পাবনার টেক এলাকায় শরিফের ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। তবে আগুনের তীব্রতা বেড়ে গেলে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার প্রবণ চৌধুরী জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে বেলা ৩টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।