Logo
Logo
×

সারাদেশ

সাভারের আমিনবাজার পাওয়ার গ্রিডে আগুন নিয়ন্ত্রণে, তদন্ত কমিটি গঠন

Icon

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১২:৫৯ পিএম

সাভারের আমিনবাজার পাওয়ার গ্রিডে আগুন নিয়ন্ত্রণে, তদন্ত কমিটি গঠন

সাভারের আমিনবাজার পাওয়ার গ্রিডে আগুন নিয়ন্ত্রণে

সাভারের আমিনবাজারের ৪০০/২৩০ কেভি সাবস্টেশনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ফোম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে, সকাল সোয়া ৭টার দিকে গ্রিডে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. সালেহ উদ্দিন জানান, আগুনটি তেল সংশ্লিষ্ট হওয়ায় ক্রিটিক্যাল পদ্ধতিতে নির্বাপনের কাজ করতে হয়েছে। আগুন শুধু একটি ট্রান্সফরমারে লেগেছিল এবং আশপাশে ছড়ায়নি।

তিনি আরও জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ এখনো নির্ধারণ হয়নি। তদন্ত কমিটি এ বিষয়ে বিস্তারিত জানাবে। তবে এখন পর্যন্ত কোনো নাশকতার প্রমাণ মেলেনি। ব্যাকআপ ট্রান্সফরমার থাকায় বিদ্যুৎ সরবরাহে কোনো বিঘ্ন ঘটেনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন