Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত, বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১২:৪২ পিএম

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত, বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। ছবি : সংগৃহীত

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক নারী শ্রমিক নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছেন সহকর্মীরা। বুধবার (১২ মার্চ) সকাল ৮টা থেকে গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেড-এর শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে সকাল ৬টায় কারখানার সামনে সড়ক দুর্ঘটনায় সুইং অপারেটর জান্নাতুল ফেরদৌস (৩২) গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান। শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ বিক্ষোভ ঠেকাতে নিহতের লাশ কারখানার ভেতরে রেখেছে।  

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, জান্নাতুল ফেরদৌসের সন্তান অসুস্থ থাকায় তিনি ছুটি চেয়েছিলেন, কিন্তু কারখানা কর্তৃপক্ষ ছুটি না দিয়ে তার পরিচয়পত্র রেখে কারখানা থেকে বের করে দেয়। সকালে কাজে যোগ দিতে এসে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাক ও অটোরিকশার চাপায় তার মৃত্যু হয়।

দুর্ঘটনার প্রতিবাদে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে মিছিল করছেন এবং হত্যার বিচারের দাবি জানাচ্ছেন। শতাধিক শ্রমিক লাঠিসোঁটা হাতে কারখানার সামনের সড়কে অবস্থান নেন। শিল্প পুলিশ ও থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

এদিকে, কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সোমবার বিকেলে সড়ক অবরোধ করেন।

 শ্রমিকদের অভিযোগ, এর আগেও একই স্থানে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত হয়েছেন, কিন্তু কারখানা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।  

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।


Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন