Logo
Logo
×

অর্থনীতি

মে মাসে রেমিট্যান্স এলো ২২৫ কোটি ডলার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৪, ০৭:৩২ পিএম

মে মাসে রেমিট্যান্স এলো ২২৫ কোটি ডলার

মে মাসে রেমিট্যান্স এলো ২২৫ কোটি ডলার

মে মাসে ২২৫ কোটি ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স পেয়েছে বাংলাদেশ, যা বেড়েছে ৩২ দশমিক ৩৫ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, গত বছরের একইসময়ে রেমিট্যান্স এসেছিল ১৭০ কোটি ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আগের বছরের একই মাসের তুলনায় প্রবাসী আয় ৩২ দশমিক ৩৫ শতাংশ বেড়ে ২২৫ কোটি ডলার হয়েছে। 

ব্যাংকখাতের সংশ্লিষ্টরা বলছেন, সাধারণত দুই ঈদের আগেই পরিবার-স্বজনদের কাছে বাড়তি অর্থ পাঠান প্রবাসীরা। সামনেই ঈদুল আজহা। কুরবানির ঈদকে সামনে রেখে রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে। মে মাসের রেমিট্যান্স এপ্রিলের তুলনায়ও ১০ দশমিক ২৯ শতাংশ বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চে ২০৪ কোটি ডলার প্রবাসী আয় এসেছিল।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন