Logo
Logo
×

অর্থনীতি

বাংলাদেশেকে ৬০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৭ পিএম

বাংলাদেশেকে ৬০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

ছবি : সংগৃহীত

বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা, সুশাসন এবং অর্থনৈতিক প্রতিযোগিতার উন্নয়নের লক্ষ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৬০০ মিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করেছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবি এ তথ্য জানায়। 

এ ঋণের অর্থ দিয়ে অভ্যন্তরীণ সম্পদ ব্যবস্থাপনা উন্নত করা, সরকারি বিনিয়োগের দক্ষতা বৃদ্ধি এবং বেসরকারি খাতের বিকাশে কাঠামোগত সংস্কারের কার্যক্রম জোরদার করা হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার, স্বচ্ছতা ও সুশাসন ব্যবস্থা উন্নয়নে এ অর্থ ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছে।

এডিবির আঞ্চলিক প্রধান অর্থনীতিবিদ আমিনুর রহমান বলেন, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দ্রুত উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে এডিবি এই ঋণের মাধ্যমে পাশে আছে। সংস্কারের লক্ষ্য হবে অর্থনৈতিক ব্যবস্থাপনা, সুশাসন এবং অর্থনৈতিক প্রতিযোগিতার উন্নতি।

আইএমএফ, বিশ্বব্যাংক এবং অন্যান্য অংশীদারদের সহযোগিতায় তৈরি এই ঋণ কর্মসূচিতে কর ব্যবস্থার ডিজিটালাইজেশন, করদাতাদের জন্য প্রণোদনা বাড়ানো এবং ট্যাক্স ইনসেনটিভের যৌক্তিককরণ অন্তর্ভুক্ত। 

এছাড়া, ব্যবসায়িক আইন, বিদেশি বিনিয়োগ অনুমোদনের প্রক্রিয়া উন্নত করা এবং রাষ্ট্রীয় মালিকানাধীন উদ্যোগগুলোর কার্যকারিতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে। 

এই ঋণ কার্যক্রম দেশের সামগ্রিক অর্থনৈতিক কাঠামোতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে, অভ্যন্তরীণ এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে এটি সহায়ক ভূমিকা পালন করবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন