Logo
Logo
×

অর্থনীতি

২১ দিনে রেমিট্যান্স এলো ২৪ হাজার কোটি টাকা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:২৩ পিএম

২১ দিনে রেমিট্যান্স এলো ২৪ হাজার কোটি টাকা

ছবি : সংগৃহীত

চলতি মাসের প্রথম ২১ দিনে প্রবাসীরা দেশে ২০০ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় ২৪ হাজার কোটি টাকারও বেশি (প্রতি ডলার ১২০ টাকা ধরে)। রবিবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি ডিসেম্বরের প্রথম ২১ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে দেশে ৬১ কোটি ৩১ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৭ কোটি ৭৩ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৩১ কোটি ১৬ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৫১ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। মোট ২০০ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা দৈনিক গড়ে ৯ কোটি ৫৫ লাখ ডলার বা এক হাজার ১৪৫ কোটি টাকা।

ব্যাংক সংশ্লিষ্টরা মনে করছেন, এই ধারা অব্যাহত থাকলে ডিসেম্বর মাসে প্রবাসী আয়ের রেকর্ড তিন বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছাতে পারে। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার, আগস্টে ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ডলার, অক্টোবরে ২৪০ কোটি ডলার এবং নভেম্বর মাসে ২২০ কোটি ডলার রেমিট্যান্স এসেছে।

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে প্রবাসীরা দেশে ২ হাজার ৩৯২ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশীয় মুদ্রায় দুই লাখ ৮২ হাজার কোটি টাকা। রেমিট্যান্সের এই অঙ্ক এ যাবতকালের দ্বিতীয় সর্বোচ্চ। দেশের ইতিহাসে রেকর্ড রেমিট্যান্স এসেছিল ২০২০-২১ অর্থবছরে, ২ হাজার ৪৭৭ কোটি ডলার।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন