বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে চ্যালেঞ্জ ও সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৭ পিএম

ছবি : সংগৃহীত
২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা দেশের রপ্তানি খাতের জন্য একটি ইতিবাচক দিক। এই সময়ে মোট রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ২,৩৫৫ কোটি মার্কিন ডলার। তবে, ২০২২ সালের একই সময়ের তুলনায় (জুলাই ২০২২-জানুয়ারি ২০২৩) প্রবৃদ্ধি ছিল মাত্র ১.৩৮ শতাংশ, যা বর্তমান প্রবৃদ্ধির তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল সোমবার (৩ ফেব্রুয়ারি) জানান, গত চার মাস (সেপ্টেম্বর-ডিসেম্বর) টানা দুই অঙ্কের প্রবৃদ্ধির পর ২০২৫ সালের জানুয়ারিতে তা কমে ৫.৫৭ শতাংশে দাঁড়িয়েছে। জানুয়ারি মাসে এককভাবে রপ্তানির পরিমাণ ছিল ৩৬৬ কোটি মার্কিন ডলার।
খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিটওয়্যার রপ্তানি ৬.৬২ শতাংশ এবং ওভেন পোশাক রপ্তানি ৪.৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যদিও এই প্রবৃদ্ধি উত্সাহজনক, এটি শিল্পের সামগ্রিক চ্যালেঞ্জ, বিশেষত দাম ও ব্যয়ের চাপকে পুরোপুরি প্রতিফলিত করে না।
রুবেল বলেন, বাজার-নির্দিষ্ট কর্মকাণ্ড, পণ্য ও বাজারের ঘনত্ব এবং অন্যান্য পরিবর্তনগুলোর আরও গভীর বিশ্লেষণ প্রয়োজন। বৈশ্বিক বাণিজ্যের সঙ্কোচনের ফলে তীব্র মূল্য প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে, যা বাংলাদেশের পোশাক শিল্পের জন্য একদিকে চ্যালেঞ্জ, অন্যদিকে সুযোগও বয়ে এনেছে।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে তৈরি পোশাক শিল্পের উন্নতির জন্য জ্বালানি নিরাপত্তা, আর্থিক ও ব্যাংকিং খাতের স্থিতিশীলতা এবং ব্যবসায়িক কার্যক্রমকে সহায়তার জন্য নীতিগত অগ্রাধিকার নিশ্চিত করা জরুরি।