ফেব্রুয়ারির প্রথম ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১৩১ কোটি ডলার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১২ পিএম

ছবি : সংগৃহীত
চলতি ফেব্রুয়ারির প্রথম ১৫ দিনে প্রবাসী বাংলাদেশিরা ১৩১ কোটি ২২ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন, যা স্থানীয় মুদ্রায় প্রায় ১৬ হাজার ৯ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৭৪ লাখ ডলার রেমিট্যান্স। এর আগে, জানুয়ারি মাসে ২১৯ কোটি (২.১৯ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স দেশে আসে। এছাড়া, অর্থবছরের হিসাবে টানা ছয় মাস প্রবাসীরা দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির প্রথম ১৫ দিনে সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৬ কোটি ৬৫ লাখ ৫০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে কৃষি ব্যাংক পেয়েছে ৮ কোটি ৮৭ লাখ ৯০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭৫ কোটি ৩৯ লাখ ডলার, আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে প্রায় ৩০ লাখ ডলার।
তবে এই সময়ে ১১টি ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি। এর মধ্যে রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। বেসরকারি ব্যাংকের মধ্যে কমিউনিটি ব্যাংক, সিটিজেন ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক এবং পদ্মা ব্যাংক কোনো রেমিট্যান্স পায়নি। বিদেশি ব্যাংকের মধ্যে হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংক কোনো রেমিট্যান্স সংগ্রহ করতে পারেনি।
এর আগে, ডিসেম্বর মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৬৩ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স আসে, যা দেশীয় মুদ্রায় ৩১ হাজার ৬৬৮ কোটি টাকার বেশি। এটি একক মাসের সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড, যা ২০২০ সালের জুলাইয়ে প্রবাসীদের পাঠানো ২৫৯ কোটি ডলারের আগের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।