কিছু ব্যাংকের টিকে থাকার সম্ভাবনা ক্ষীণ : গভর্নর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৩ পিএম

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ফাইল ছবি
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, কিছু কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ। ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে সংকট কাটানোর চেষ্টা চলছে, তবে কিছু ব্যাংককে রক্ষা করা সম্ভব নাও হতে পারে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর সিপিডি আয়োজিত ‘অর্থনীতির পুনর্বিন্যাস বিষয়ে টাস্কফোর্সের সুপারিশ’ শীর্ষক সম্মেলনে তিনি বলেন, কোনো কোনো ব্যাংকের আমানতের ৮৭ শতাংশ একটি পরিবারকে দেওয়া হয়েছে, যা ব্যাংকগুলোর জন্য বড় সংকট তৈরি করেছে।
তিনি আরও জানান, নতুন ডিজিটাল ব্যাংকের অনুমোদনের পরিকল্পনা আপাতত নেই, বরং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসকে (এমএফএস) আন্তঃলেনদেন যোগ্য করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
ব্যাংক খাতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) হস্তক্ষেপ বন্ধে নীতিমালা তৈরি হচ্ছে বলে উল্লেখ করে গভর্নর বলেন, এফআইডি চাইলে বিমা খাত দেখভাল করতে পারে, তবে ব্যাংক নয়।
ইসলামি ব্যাংক ও ইউসিবিএল সম্পর্কে তিনি জানান, বাংলাদেশ ব্যাংক থেকে আর কোনো তারল্য সহায়তা না পেলেও তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।
এ অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন, ব্যাংক বন্ধ করা কোনো সমাধান নয়, বরং সংস্কারের মাধ্যমে এগিয়ে নিতে হবে। তিনি টাস্কফোর্সের প্রতিবেদনে রাজনৈতিক সংস্কারের গুরুত্ব তুলে ধরার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।