সয়াবিন তেলের সরবরাহ নিয়ে তদন্ত করবে ভোক্তা অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০২:২৪ পিএম

ছবি : সংগৃহীত
ভোজ্য তেল, বিশেষ করে সয়াবিনের পাইকারি বা সরবরাহ পর্যায়ে কোনো সংকট আছে কি না, তা জানতে তদন্ত কমিটি গঠন করবে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (২ মার্চ) সকালে রমজান উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারের কিচেন মার্কেটে পরিদর্শন শেষে এ তথ্য জানান অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।
তিনি বলেন, সয়াবিন তেল পর্যাপ্ত থাকলে মানুষ স্বস্তিতে থাকবে। আমরা মানুষকে স্বস্তিতে রাখার চেষ্টা করছি।
পরিদর্শনকালে অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, বাংলাদেশ দোকান মালিক সমিতি এবং কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মহাপরিচালক জানান, খুচরা ও পাইকারি পর্যায়ের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে দেখা গেছে, সয়াবিন তেল ছাড়া অন্য কোনো পণ্যে সংকট নেই। তবে আগের তুলনায় সয়াবিনের সরবরাহ কিছুটা কম, যা রমজানের বাড়তি চাহিদার কারণে আরও চাপ তৈরি করতে পারে।
পাইকারি দোকানদাররা কোম্পানির সঙ্গে যোগাযোগ করে সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করছেন বলেও জানান তিনি।
এ ছাড়া তিনি সবাইকে প্রয়োজনের অতিরিক্ত তেল না কেনার আহ্বান জানান, যাতে বাজারে অযথা সংকট তৈরি না হয়।