Logo
Logo
×

অর্থনীতি

এলপিজির দাম কমল, ১২ কেজি সিলিন্ডার এখন ১,৪৫০ টাকা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০৪:১৫ পিএম

এলপিজির দাম কমল, ১২ কেজি সিলিন্ডার এখন ১,৪৫০ টাকা

ফাইল ছবি

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম কমানো হয়েছে। মার্চ মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১,৪৫০ টাকা, যা গত মাসের তুলনায় ২৮ টাকা কম।

সোমবার (৩ মার্চ) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন দর ঘোষণা করে। আজ সন্ধ্যা ৬টা থেকে এ মূল্য কার্যকর হবে।

নতুন দর অনুযায়ী, বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ (ভ্যাট) প্রতি কেজি ১২০ টাকা ৮১ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা গত মাসে ছিল ১২৩ টাকা ১৬ পয়সা। তবে সরকারি কোম্পানির সরবরাহ করা সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৬৯০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

অটোগ্যাসের মূল্যও কমিয়ে প্রতি লিটার ৬৬ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৬৭ টাকা ৭৪ পয়সা।

বিইআরসি ২০২১ সালের এপ্রিল থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে এলপিজির মূল্য নির্ধারণ করছে। এলপিজির মূল উপাদান প্রোপেন ও বিউটেনের মূল্য সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকোর সৌদি কার্গো মূল্য (সিপি) অনুযায়ী সমন্বয় করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন