রমজানে নিত্যপণ্যের দামে আগুন, লাগামহীন লেবু-বেগুন-তেলের বাজার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১০:৪৪ এএম

ছবি : সংগৃহীত
রমজানের শুরু থেকেই নিত্যপণ্যের বাজারে আগুন। লেবুর হালি ১২০ টাকা, শসা ১০০-১২০ টাকা, বেগুন ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। খেজুরের দামও বেড়েছে ১০০-২০০ টাকা কেজি। শুল্ক কমানোর পরও ভোক্তারা এর সুফল পাচ্ছেন না।
বিভিন্ন বাজারে ক্রেতারা অভিযোগ করছেন, অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে প্রতিদিনই বাড়ছে সবজির দাম। মোহাম্মদপুর, হাতিরপুল, কারওয়ান বাজারের বিক্রেতারা বলছেন, লেবুর দাম এক সপ্তাহের ব্যবধানে দ্বিগুণ হয়েছে।
তেলের সংকট দূর হয়নি
সয়াবিন তেলের রেকর্ড আমদানির পরও বাজারে বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না। ১ ও ৫ লিটারের বোতল নেই বললেই চলে, খোলা তেলও ২০০ টাকার নিচে মিলছে না। খুচরা বিক্রেতারা বলছেন, কোম্পানিগুলো সরবরাহ কমিয়ে দিয়েছে, ফলে সংকট কাটছে না।
খেজুর ও ফলের বাজারেও অস্থিরতা
রমজানে সবচেয়ে চাহিদাসম্পন্ন খেজুরের দামও চড়া। মেডজুল খেজুরের দাম এক সপ্তাহের ব্যবধানে ১,৩০০ টাকা থেকে বেড়ে ১,৭০০ টাকায় পৌঁছেছে। অন্যান্য খেজুরও ২০০ টাকা পর্যন্ত বেড়েছে।
কিছু পণ্যে স্বস্তি, তবে মাংস-ডিমের বাজারে অস্থিরতা
চিনি, ছোলা ও ডালের দাম স্থিতিশীল থাকলেও ব্রয়লার মুরগির দাম কমতে শুরু করেছে, বর্তমানে ১৯০-২১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে দেশি মুরগি ৬৫০-৭০০ টাকা কেজি এবং ইলিশের দাম ১,২০০-২,২০০ টাকায় রয়েছে।
ভোক্তারা বলছেন, প্রশাসনের নজরদারি বাড়ানো না হলে রমজানের পুরো মাসজুড়ে নিত্যপণ্যের দাম আরও বাড়তে পারে।