Logo
Logo
×

শিক্ষা

শিক্ষার্থীদের হাতে ফেব্রুয়ারির মধ্যেও সব বই পৌঁছাবে না: শিক্ষা উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫১ পিএম

শিক্ষার্থীদের হাতে ফেব্রুয়ারির মধ্যেও সব বই পৌঁছাবে না: শিক্ষা উপদেষ্টা

ছবি : সংগৃহীত

শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, ফেব্রুয়ারির মধ্যেও সব শিক্ষার্থীর হাতে পাঠ্যবই পৌঁছাবে না। তবে প্রয়োজনীয় ছয়টি বই চলতি মাসের মধ্যেই সরবরাহ করা হবে। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের কার্য-অধিবেশনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, "চর দখলের মতোই এখন স্কুল-কলেজের পরিচালনা পর্ষদ দখলের চেষ্টা করা হচ্ছে। এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় রাজনৈতিক চাপ উপেক্ষা করে স্থানীয় ভালো ও গ্রহণযোগ্য ব্যক্তিদের পর্ষদে অন্তর্ভুক্ত করতে হবে।"

নির্বাচন প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা বলেন, "সামনে নির্বাচন আসছে। সরকারের প্রধান লক্ষ্য সবার দাবি-দাওয়া মেটানো নয়, বরং একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা।" তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের কোনো ব্যক্তির নামে কোথাও কোনো স্থাপনার নামকরণ করা হবে না এবং এ বিষয়ে নিরুৎসাহিত করা হচ্ছে।

এছাড়া, বেসরকারি স্কুল শিক্ষকদের নানাভাবে বঞ্চনার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, "তারা যেন তাদের প্রাপ্য ভাতা পান, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।"

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন