Logo
Logo
×

শিক্ষা

ঢাকা-চট্টগ্রামের সেই সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ বাতিলের রায় স্থগিত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০২:০৫ পিএম

ঢাকা-চট্টগ্রামের সেই সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ বাতিলের রায় স্থগিত

ফাইল ছবি

ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ছয় হাজার ৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে ৬৫৩১ শিক্ষক নিয়োগে কোনো বাধা থাকলো না।

একই সঙ্গে সাড়ে ৬ হাজার শিক্ষকের লিভ টু আপিলের আবেদন মঞ্জুর করেন আদালত।

সোমবার (৩ মার্চ) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শিক্ষকদের পক্ষে ছিলেন ব্যারিস্টার সালাউদ্দিন দোলন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া ও মুনতাসির আহমেদ। অন্যদিকে, ১৫৪ রিটকারীর পক্ষে শুনানি করেন সাবেক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট এক রায়ে ৬ হাজার ৫৩১ জন শিক্ষকের নিয়োগ বাতিলের আদেশ দেন এবং মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দিতে নির্দেশ দেন। এরপর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ রায় স্থগিত চেয়ে আবেদন করে।

২০২৩ সালের ৩১ অক্টোবর তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের (তিন পার্বত্য জেলা ছাড়া) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ৫৩১ জন। তবে নিয়োগপ্রক্রিয়ায় কোটা পদ্ধতি অনুসরণ ও লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় আদালত এ বিষয়ে তদন্তের নির্দেশ দেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন