Logo
Logo
×

শিক্ষা

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর : বাড়ছে বিভিন্ন ভাতা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০৫:৪৫ পিএম

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর : বাড়ছে বিভিন্ন ভাতা

ছবি : সংগৃহীত

বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানো হচ্ছে।  

বুধবার (৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে তার বিদায় ও নতুন উপদেষ্টা সি আর আবরারের যোগদান উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।  

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “১৫ থেকে ২০ বছরের বঞ্চনা ১-২ বছরের বাজেটে সমাধান করা সম্ভব নয়, তবে আমরা শুরুটা করে দিয়ে যাচ্ছি।” 

তিনি জানান, আগামী বাজেটে শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতার জন্য একটি তহবিল গঠন করা হচ্ছে, যা ধাপে ধাপে বাড়ানো হবে।  

তিনি আরও বলেন, “এমপিওভুক্ত শিক্ষকদের কল্যাণ ও অবসর ভাতা তাদের ন্যায্য অধিকার। তারা সংঘবদ্ধ না হলেও তাদের এই দাবি পূরণের জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করেছি।”


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন