Logo
Logo
×

বিনোদন

বিশ্বখ্যাত তবলাবাদক ওস্তাদ জাকির হুসেন মারা গেছেন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১১:৩৬ পিএম

বিশ্বখ্যাত তবলাবাদক ওস্তাদ জাকির হুসেন মারা গেছেন

ওস্তাদ জাকির হুসেন

আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন উপমহাদেশের অন্যতম তবলা বাদক ওস্তাদ জাকির হুসেন।

তার বন্ধু এবং বাঁশিবাজ রাকেশ চৌরাসিয়া বিষয়টি ইন্ডিয়া টিভিকে নিশ্চিত করেছেন।  ৭৩ বছর বয়সী জাকির হোসেন যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। দীর্ঘদিন ধরে তিনি রক্তচাপের সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে।

রাজস্থানের ক্যাবিনেট মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর এক্স-এ হুসেনের আকস্মিক মৃত্যুতে পোস্ট করেছেন এবং শোক প্রকাশ করেছেন।

আরপিজি এন্টারপ্রাইজের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কা এক্স-এ পোস্ট করেছেন এবং বলেছেন, ‘তবলা তার উস্তাদকে হারিয়ে বিশ্ব নীরব হয়ে গেছে। ওস্তাদ জাকির হুসেন, একজন ছন্দময় প্রতিভা যিনি ভারতের বৈশ্বিক পর্যায়ে নিয়ে এসেছিলেন, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন।

এদিকে জাকিরের মৃত্যুর আগে এক বিবৃতিতে শিল্পীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তবলাবাদক, সংগীতজ্ঞ, প্রাক্তন অভিনেতা তথা ওস্তাদ আল্লা রাখার ছেলে ওস্তাদ জাকির হুসেন অসুস্থ।

বিবৃতিতে আরো বলা হয়, শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় গুরুতর অবস্থায় তাকে আমেরিকার সান ফ্রান্সিসকোর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অনুরোধ করছি, তার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করুন।

জাকিরের হাত ধরেই ভারত পেয়েছে গ্র্যামি পুরস্কার। বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম হিসেবে পুরস্কৃত হয় ভারতীয় ব্যান্ড ‘শক্তি’র গানের অ্যালবাম ‘দিস মোমেন্ট’। বর্তমানে ‘শক্তি’ ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী হলেন শংকর মহাদেবন।

তবলাবাদক হিসেবে রয়েছেন জাকির হুসেন। বেহালায় গণেশ রাজাগোপালন এবং অন্য তালবাদ্যে ভি সেলভাগণেশ। গিটারে জন ম্যাকলকলিন। ২০২৩ সালের ৩০ জুন ‘দিস মোমেন্ট’ অ্যালবামটি মুক্তি পায়। মোট আটটি ট্র্যাক রয়েছে এই অ্যালবামে।

১৯৫১ সালে মুম্বাইয়ে জন্ম উস্তাদ জ়াকির হুসেনের। ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন তিনি। মাত্র তিন বছর বয়স থেকে তবলার সফর শুরু তার। সাত বছর বয়সে একা মঞ্চে অনুষ্ঠান করেছেন তিনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন