Logo
Logo
×

বিনোদন

ফের বিয়ে করলেন তাহসান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১০:৩৫ এএম

ফের বিয়ে করলেন তাহসান

নবপরিণীতা স্ত্রী রোজা আহমেদের সঙ্গে তাহসান। ছবি : সংগৃহীত

বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ির দীর্ঘদিন পর যুক্তরাষ্ট্র প্রবাসী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাহসান নিজেই।

রোজা আহমেদ নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে সেখানেই রোজা’স ব্রাইডাল মেকওভার নামে প্রতিষ্ঠান গড়ে তোলেন।

বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রে একজন মেকআপ শিক্ষিকা হিসেবে বহু নারীকে প্রশিক্ষণ দিয়েছেন এবং উদ্যোক্তা হতে সাহায্য করেছেন।

তাহসানের এই নতুন জীবনের খবর জানার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা তাদের শুভেচ্ছা জানাচ্ছেন।

এর আগে ২০০৬ সালের ৭ আগস্ট তাহসান খান অভিনেত্রী মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের ঘরে এক কন্যা সন্তান আইরা তাহরিম খান। ২০১৭ সালের ৪ অক্টোবর তারা বিচ্ছেদের ঘোষণা দেন। পরে মিথিলা ঘর বেঁধেছেন কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন