Logo
Logo
×

বিনোদন

‘টুইন পিকস’ খ্যাত নির্মাতা ডেভিড লিঞ্চ মারা গেছেন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১১:১৩ এএম

‘টুইন পিকস’ খ্যাত নির্মাতা ডেভিড লিঞ্চ মারা গেছেন

ছবি : সংগৃহীত

প্রখ্যাত মার্কিন নির্মাতা ডেভিড লিঞ্চ আর আমাদের মাঝে নেই। দীর্ঘদিন ধরে তিনি এমফিসেমা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে পরিবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানানো হয়েছে, গভীর দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে ডেভিড আর নেই। আশা করছি, ভক্তদের হৃদয়ে ডেভিডের জন্য স্থান রয়েছে। তার মৃত্যুতে গোপনীয়তা রক্ষার জন্য সবার সহযোগিতাও চাওয়া হয়েছে।

গত আগস্ট মাসে ডেভিডের এমফিসেমা ধরা পড়ে। নভেম্বরে তিনি নিজের শ্বাসকষ্ট সম্পর্কে বলেন, আমি ঘরের এক রুম থেকে অন্য রুমে হাঁটতেও পারি না। মনে হয় যেন মাথায় প্লাস্টিকের ব্যাগ পরে ঘুরে বেড়াচ্ছি।

ডেভিড মূলধারার সিরিজে উদ্ভট, র‍্যাডিকাল এবং পরীক্ষামূলক বিষয় নিয়ে সফল নির্মাতা হিসেবে প্রমাণিত হয়েছেন।

১৯৯০ সালে লেখক মার্ক ফ্রস্টের সঙ্গে ‘টুইন পিকস’ ড্রামা নির্মাণ করে আমেরিকান টিভিতে বিপ্লব আনেন তিনি। ড্রামায় এফবিআই এজেন্ট ডেইল কুপারের চরিত্রে অভিনয় করেন কাইল ম্যাকলকলেন, যিনি বেস্ট টিভি সিরিজে অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার পান।

এদিকে, বেস্ট ডিরেক্টর হিসেবে চারবার অস্কারের জন্য মনোনীত হন লিঞ্চ। এছাড়াও, তিনি লাইফটাইম অনারারি অস্কার পেয়েছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন