Logo
Logo
×

বিনোদন

বাবা হলেন ‘হাবু ভাই’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ০৬:৩৭ পিএম

বাবা হলেন ‘হাবু ভাই’

বাবা হলেন ‘হাবু ভাই’

পুত্রসন্তানের বাবা হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা চাষী আলম। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পান তিনি। চাষী আলম সকলের কাছে ‘হাবু ভাই’ নামেই বেশি পরিচিত।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে  তিনি বিষয়টি নিশ্চিত করেছেন চাষীয় আলমের স্ত্রী তুলতুল ইসলাম মোহনা।

জানা গেছে, তুলতুল-চাষী দম্পতি সদ্যোজাত ছেলের নাম রেখেছেন নূর ফারিস্তা।

চাষী আলম সংবাদ মাধ্যমকে বলেন, ‘আলহামদুলিল্লাহ প্রথম সন্তানের বাবা হয়েছি। মা-ছেলের জন্য সবাই দোয়া করবেন, দুজনেই ভালো আছেন।’

প্রসঙ্গত, গত বছর ২৫ আগস্ট তুলতুল ইসলামকে বিয়ে করেন চাষী আলম। রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সে বছরই ২৪ আগস্ট তার গায়েহলুদের অনুষ্ঠান হয়েছে। চাষীর স্ত্রী ঢাকারই মেয়ে। স্নাতক সম্পন্ন করছেন।

চাষী আলমের অভিনয় ক্যারিয়ার দীর্ঘ হলেও সফলতার মুখ দেখেন অনেকটা পরেই, ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের মাধ্যমে তিনি এখন সবার পরিচিত ‘হাবু ভাই’। এছাড়াও মারজুক রাসেলের সঙ্গে একাধিক নাটকে অভিনয় করেও আলোচনায় এসেছেন তিনি।

যুগের চিন্তা ২৪ কর্তৃক প্রকাশিত
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন