Logo
Logo
×

বিনোদন

‘আশিকি ৩’-এ কার্তিক আরিয়ানের বিপরীতে শ্রীলীলা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৭ পিএম

‘আশিকি ৩’-এ কার্তিক আরিয়ানের বিপরীতে শ্রীলীলা

ছবি : সংগৃহীত

রোমান্টিক সিনেমা ‘আশিকি ৩’-এর প্রধান নারী চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন কিসিক গার্লখ্যাত অভিনেত্রী শ্রীলীলা। অনুরাগ বসুর পরিচালনায় এই ছবিতে তিনি কার্তিক আরিয়ানের বিপরীতে অভিনয় করবেন বলে জানা গেছে। ইন্ডিয়া টুডে-র এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

যদিও এখনো অফিসিয়াল ঘোষণা আসেনি, তবে সূত্রের বরাত দিয়ে জানা গেছে, শ্রীলীলাকে চূড়ান্ত করার মধ্য দিয়ে সিনেমার নায়িকা খোঁজার প্রক্রিয়া শেষ করেছেন নির্মাতারা।

ইন্ডিয়া টুডে আরও জানিয়েছে, শ্রীলীলা তার দ্বিতীয় বলিউড সিনেমার অংশ হতে পেরে বেশ উচ্ছ্বসিত। তার টিম খুব শিগগিরই একটি বড় ঘোষণা দেওয়ার পরিকল্পনা করছে।

এর আগে, অভিনেত্রী তৃপ্তি দিমরি এ সিনেমাটি থেকে সরে যাওয়ার পর দর্শকদের মধ্যে নতুন করে কৌতূহল সৃষ্টি হয়। যদিও তৃপ্তির সরে যাওয়ার কারণ সম্পর্কে নির্মাতারা এখনো কিছু জানাননি।

২৩ বছর বয়সী শ্রীলীলা বলিউডে নতুন হলেও ইতোমধ্যে বেশ জনপ্রিয়। আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’-এ একটি আইটেম গানে নাচের মাধ্যমে দেশজুড়ে আলোচনায় আসেন তিনি। বলিউডে তার অভিষেক হচ্ছে ইব্রাহিম আলি খানের বিপরীতে, ম্যাডক ফিল্মসের প্রযোজনায় একটি সিনেমার মাধ্যমে। চলতি বছরের শুরুতে মুম্বাইয়ে স্ক্রিপ্ট-রিডিং সেশনে ইব্রাহিম ও শ্রীলীলাকে একসঙ্গে দেখা গিয়েছিল।

এদিকে, পরিচালক অনুরাগ বসু জানিয়েছেন, তিনি মার্চ মাসে ‘আশিকি ৩’-এর শুটিং শুরু করবেন। এর আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, এক সপ্তাহের মধ্যেই নারীপ্রধান চরিত্রের জন্য অভিনেত্রী চূড়ান্ত করা হবে—যা এখন শ্রীলীলা হওয়ার সম্ভাবনাই বেশি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন