Logo
Logo
×

বিনোদন

এপ্রিলেই মা হচ্ছেন আথিয়া, খেলার মাঝেই কি ছুটি নেবেন রাহুল?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১২:৩৬ এএম

এপ্রিলেই মা হচ্ছেন আথিয়া, খেলার মাঝেই কি ছুটি নেবেন রাহুল?

ছবি : সংগৃহীত

আগামী মাস, অর্থাৎ এপ্রিলেই মা হতে চলেছেন আথিয়া শেঠি—এ কথাতেই বিষয়টি স্পষ্ট। তবে সেই সময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলবে, যেখানে দিল্লির জার্সিতে ব্যস্ত থাকবেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার কেএল রাহুল। সন্তান জন্মের সময় তিনি ছুটি নেবেন কি না, তা এখনও জানা যায়নি।

এদিকে, হবু মা আথিয়াকে ঘিরে পরিবারে চলছে উচ্ছ্বাসের আবহ। আথিয়ার বাবা, বর্ষীয়ান অভিনেতা সুনীল শেঠি জানালেন, দিনভর পরিবারের আলোচনার কেন্দ্রবিন্দু হতে চলা এই নতুন অতিথি। তিনি বলেন, "ছেলে হোক বা মেয়ে, সেটা বড় ব্যাপার নয়। আমার মনে হয়, অন্তঃসত্ত্বা অবস্থায় একজন নারীকে সবচেয়ে সুন্দর দেখায়। আথিয়া যখন আসছিল, তখন ওর মাকে অসাধারণ সুন্দর লাগত। এখন আথিয়াও ঠিক তেমনই সুন্দর দেখায়।"

২০১৯ সালে প্রেমের সম্পর্কে জড়ান রাহুল ও আথিয়া। যদিও তারা কখনও নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি, তবে একসঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল।

অবশেষে ২০২৩ সালের ২৩ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েন রাহুল ও আথিয়া। এরপর গত বছরের নভেম্বর মাসে তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে, তাদের পরিবারে নতুন সদস্য আসছে। এবার সেই প্রতীক্ষার দিন গোনা শুরু—শিগগিরই বাবা-মা হতে চলেছেন তারকা দম্পতি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন