‘লেডি সুপারস্টার’ নয়, শুধু ‘নয়নতারা’ বলেই ডাকুন

যুগেরচিন্তা২৪ ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০৫:৩৬ পিএম

অভিনেত্রী নয়নতারা
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা তার ভক্তদের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন, তারা যেন তাকে ‘লেডি সুপারস্টার’ নয়, বরং শুধুমাত্র ‘নয়নতারা’ বলেই সম্বোধন করেন।
মঙ্গলবার এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে তিনি জানান, “যদিও উপাধি বা প্রশংসা মূল্যবান, তবে কখনো কখনো সেগুলো ব্যক্তিকে তার কাজ থেকে বিচ্ছিন্ন করে দেয় এবং দর্শকদের সঙ্গে নিঃশর্ত সংযোগ তৈরিতে বাধা সৃষ্টি করে।”
ভক্তদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নয়নতারা লেখেন, “আপনারাই আমার আনন্দ ও সাফল্যের উৎস। আমি কৃতজ্ঞ যে সবসময় আপনাদের সমর্থন পেয়েছি। অনেকেই আমাকে ‘লেডি সুপারস্টার’ বলে ডাকেন, যা ভালোবাসা থেকেই এসেছে। তবে দয়া করে আমাকে শুধু ‘নয়নতারা’ বলেই ডাকুন, কারণ এই নামটি আমার হৃদয়ের সবচেয়ে কাছের।”
তিনি আরও জানান, এই নামটি শুধু অভিনেত্রী নয়নতারা নয়, ব্যক্তি নয়নতারাকেও প্রতিনিধিত্ব করে।
বর্তমানে নয়নতারা একাধিক সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। তার আসন্ন সিনেমা ‘টেস্ট’ মুক্তি পেতে যাচ্ছে নেটফ্লিক্সে।