জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আপিলের শুনানি চলছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ০১:২৬ পিএম

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আপিলের শুনানি দ্বিতীয় দিনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চলছে।
বুধবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার পর থেকে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চে এ শুনানি শুরু হয়।
খালেদা জিয়ার পক্ষে শুনানি করছেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদদ্রুদ্দোজা বাদল, আইনজীবী কায়সার কামাল এবং কামরুল ইসলাম সজল। অপরদিকে, রাষ্ট্রপক্ষে শুনানি করছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক, এবং দুদকের পক্ষে আইনজীবী আসিফ হাসান শুনানিতে অংশ নিয়েছেন।
এ মামলায়, ২০১৮ সালের ৩০ অক্টোবর হাইকোর্ট বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল খারিজ করে এবং তার সাজা বাড়িয়ে ১০ বছর নির্ধারণ করে। এরপর খালেদা জিয়া ২০১৯ সালের ১৪ মার্চ এই রায়ের বিরুদ্ধে পৃথক দুটি লিভ টু আপিল করেন। ২০২২ সালে আপিল বিভাগ তার লিভ টু আপিল মঞ্জুর করে এবং সাজা কার্যকরের রায় স্থগিত রাখে।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার অভিযোগে বলা হয়, ২০০৮ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) খালেদা জিয়া ও অন্যদের বিরুদ্ধে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগ এনে মামলা দায়ের করে। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিশেষ আদালত থেকে খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়, যা পরবর্তীতে হাইকোর্টে আপিলের মাধ্যমে ১০ বছর বাড়ানো হয়।
এ বিষয়ে খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামাল শুনানিতে দাবি করেন, "খালেদা জিয়া জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো সেটলার নন, তার কোনো দায়িত্বও ছিল না। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই মামলার রায় ব্যবহার করা হয়েছে।"