সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের বিধান চ্যালেঞ্জ করে রিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১২:৫৭ পিএম

ফাইল ছবি
সাজাপ্রাপ্ত আসামিকে কোনো সুনির্দিষ্ট নীতিমালা ছাড়াই ক্ষমা করার রাষ্ট্রপতির বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান জনস্বার্থে এই রিটটি দায়ের করেন।
সোমবার (২০ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দাখিল করা হয় বলে আইনজীবী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
রিটে দাবি করা হয়েছে, সাজাপ্রাপ্ত আসামিদের রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা না থাকা আইনের শাসন ও ন্যায়ের প্রতি প্রশ্ন তুলতে পারে। এ বিষয়ে হাইকোর্টের পর্যবেক্ষণ চাওয়া হয়েছে।
এই রিটের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের প্রক্রিয়া নিয়ে আইনি কাঠামো প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরা হয়েছে।
এ বিষয়ে হাইকোর্টের সিদ্ধান্ত কী হবে, তা নিয়ে আইনাঙ্গন ও জনসাধারণের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।