Logo
Logo
×

আইন-আদালত

টেলিভিশনে বিজ্ঞাপন প্রচারের সময়সীমা নির্ধারণ চেয়ে আইনি নোটিশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০৪:৫২ পিএম

টেলিভিশনে বিজ্ঞাপন প্রচারের সময়সীমা নির্ধারণ চেয়ে আইনি নোটিশ

ছবি : সংগৃহীত

টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপন সম্প্রচারের সময়সীমা নির্ধারণ এবং জাতীয় সম্প্রচার কমিশন গঠনের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমুর আলম খন্দকার এই নোটিশ পাঠিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রেজিস্ট্রি ডাকযোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান এবং অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের সভাপতির কাছে এই নোটিশ পাঠানো হয়।

আইনি নোটিশে ‘জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪’ এর প্রসঙ্গ তুলে বলা হয়েছে, অন্যান্য দেশের মতো বাংলাদেশেও টেলিভিশন সম্প্রচারের জন্য সুনির্দিষ্ট নীতিমালা থাকা প্রয়োজন। বর্তমান পরিস্থিতিতে চ্যানেল মালিকেরা ইচ্ছেমতো বিজ্ঞাপন সম্প্রচার করছেন, যা দর্শকদের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। পাশ্ববর্তী দেশসহ বিভিন্ন দেশে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৮ থেকে ১০ মিনিট বিজ্ঞাপন সম্প্রচারের নীতিমালা রয়েছে। তবে বাংলাদেশে এখনো এমন কোনো সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা হয়নি।

নোটিশে দুই সপ্তাহের মধ্যে প্রতি ঘণ্টায় ৮ থেকে ১০ মিনিট বিজ্ঞাপন সম্প্রচারের সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ এবং ‘জাতীয় সম্প্রচার কমিশন’ গঠনের কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় জনস্বার্থ বিবেচনায় বিষয়টি প্রতিকারের জন্য আদালতের দ্বারস্থ হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন