অবৈধ ইটভাটা বন্ধে ব্যর্থতা
তিন বিভাগীয় কমিশনারসহ ৮ কর্মকর্তাকে হাইকোর্টে তলব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১২:৪১ পিএম

ফাইল ছবি
অবৈধ ইটভাটা ও কাঠের জ্বালানি ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ঢাকা, চট্টগ্রাম ও খুলনার বিভাগীয় কমিশনারসহ আটজন কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১২ ফেব্রুয়ারি তাদের আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এ আদেশ দেন।
তলব করা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাটের জেলা প্রশাসক এবং সাভার ও ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) ২০২২ সালে অবৈধ ইটভাটা বন্ধে রিট দায়ের করে। পরবর্তী সময়ে আদালত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিলেও অবৈধ ইটভাটাগুলো এখনও চালু রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যাখ্যা চাওয়া হয়েছে।