সাবেক মন্ত্রী কামরুলের ১৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ আদালতের

যুগেরচিন্তা২৪ ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৫ পিএম

ছবি : সংগৃহীত
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ১৫টি ব্যাংক হিসাবের ৩ কোটি ৫৫ লাখ টাকা অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, কামরুল ইসলামের নামে দায়ের করা মামলাগুলোর সুষ্ঠু তদন্তের স্বার্থে ১৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন, যেগুলোতে ৩ কোটি ৫৫ লাখ ১০ হাজার ১৮৩ টাকা রয়েছে।
গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে অন্যান্য প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের মতো কামরুল ইসলামও আত্মগোপনে ছিলেন। ১৮ নভেম্বর উত্তরার ১২ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ১৯ নভেম্বর তাকে নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়। তার বিরুদ্ধে আরও কয়েকটি হত্যা মামলা রয়েছে। বর্তমানে তিনি কারাগারে আছেন।
২০০৮ সালে নৌকা প্রতীকে নির্বাচিত হয়ে সংসদে আসেন কামরুল ইসলাম। ২০২৪ সালের ৭ জানুয়ারি পর্যন্ত টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।
নবম সংসদে জয়ের পর ২০০৯ সালে শেখ হাসিনার মন্ত্রিসভায় তিনি আইন প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পরে, ২০১৪ সালে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের অভিযোগ অনুযায়ী, কামরুল ইসলাম নিজ ও সন্তানদের নামে দেশে-বিদেশে বিপুল সম্পদ গড়েছেন। আইন প্রতিমন্ত্রী থাকাকালে নিম্ন আদালতে কর্মচারী নিয়োগে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা ঘুষ নিয়েছেন এবং ব্রাজিল থেকে নিম্নমানের গম ক্রয় করে সরকারি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন।