Logo
Logo
×

আইন-আদালত

হত্যা মামলায় কারাগারে ফজলে করিম চৌধুরী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫০ পিএম

হত্যা মামলায় কারাগারে ফজলে করিম চৌধুরী

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে শহীদ ওয়াসিম ও শহীদ ফয়সাল হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে হত্যার নির্দেশসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে ফজলে করিমকে ট্রাইব্যুনালে হাজির করা হলে তিনি আদালতকে জানান, তিনি শহরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না এবং জুলাই-আগস্টের গণহত্যার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। এসময় আদালত বলেন, তিনি যদি সত্যিই নির্দোষ হন, তবে ন্যায়বিচার পাবেন।

এর আগে, বিচারপতি গোলাম মুর্তজা চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল গত ৫ ফেব্রুয়ারি তাকে আদালতে হাজিরের নির্দেশ দেন। গত ১২ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে বিজিবি তাকে আটক করে এবং পরে চট্টগ্রামে নিয়ে যায়।

এবিএম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায়, হত্যাচেষ্টা, জমি দখল, ভাঙচুরসহ বিভিন্ন অপরাধে চট্টগ্রামের বিভিন্ন থানায় এ পর্যন্ত ১০টি মামলা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন