Logo
Logo
×

আইন-আদালত

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় পুনর্বিবেচনার শুনানি ৮ মে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১১:২৮ এএম

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় পুনর্বিবেচনার শুনানি ৮ মে

ফাইল ছবি

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে রাজনৈতিক দল ও ছয় ব্যক্তির করা চারটি আবেদনের শুনানির জন্য আগামী ৮ মে দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

রবিবার (২ মার্চ) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। আবেদনকারীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি আপিল বিভাগ এসব আবেদনের শুনানি মুলতবি করেন।

১৯৯৬ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়। পরে ২০১১ সালের ১০ মে আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চ এ সংশোধনী বাতিল করে রায় দেন। এর ধারাবাহিকতায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপসহ পঞ্চদশ সংশোধনী জাতীয় সংসদে পাস হয়।

রায়ের পুনর্বিবেচনা চেয়ে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেন পৃথক আবেদন করেন। এসব আবেদনের পরিপ্রেক্ষিতেই ৮ মে শুনানির দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন