খালেদা জিয়াকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি সোমবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০১:৪৩ পিএম

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ৭ বছরের দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি আগামীকাল সোমবার (৪ মার্চ) অনুষ্ঠিত হবে। আপিল বিভাগে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ রোববার (২ মার্চ) এ আদেশ দেন।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষ ও দুদক হাইকোর্টের দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করে। পরে আপিল বিভাগ ২ মার্চ শুনানির দিন ধার্য করে। শুনানিতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হোসাইন, রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক এবং খালেদা জিয়ার পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার কায়সার কামাল ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ।
উল্লেখ্য, ২০১৮ সালের অক্টোবরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ট্রাস্টের নামে কেনা কাকরাইলে ৪২ কাঠা জমি বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন তিনি। ২০২৩ সালের ২৭ নভেম্বর হাইকোর্ট তাকে খালাস দেন, যা আপিল বিভাগে চ্যালেঞ্জ করা হয়েছে।