জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১০:৫২ এএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৭ বছরের দণ্ড থেকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
সোমবার (৩ মার্চ) সকালে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) আপিল খারিজ করে এই আদেশ দেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ একাধিক আইনজীবী। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক এবং দুদকের পক্ষে অ্যাডভোকেট আসিফ হোসাইন শুনানি করেন।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি হাইকোর্টের দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুদক। এর আগে ২০২৩ সালের ২৭ নভেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়াকে ৭ বছরের দণ্ড থেকে খালাস দেন।
২০১৮ সালে বিশেষ জজ আদালত-৫ এই মামলায় খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড দেন। পরে তার আপিলের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট খালাসের রায় দেন, যা আপিল বিভাগেও বহাল থাকল।