গোয়েন লুইসের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০২:৫৬ পিএম
ছবি : সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রথম প্রায়োরিটি হলো আইনশৃঙ্খলা রক্ষা করা। আইনশৃঙ্খলা যাতে নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় সে লক্ষ্যে কাজ করবো আমরা। সোমবার (১৯ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সোমবার দুপুরে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সঙ্গে বৈঠক শেষে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, তারা এ মুহূর্তে কী ধরনের সাহায্য-সহযোগিতা করতে পারেন, সেটা নিয়ে কথা হয়েছে। তারা আমাদের সহযোগিতা করতে চান, কীভাবে করতে পারেন সেটা জানতে চেয়েছেন।
তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা হয়েছে। তাছাড়া জাতিসংঘ থেকে যে প্রতিনিধি দল আসার কথা তারা আসবেন কয়েক দিনের মধ্যে। তারা আমাদের কী ধরনের সহযোগিতা চান, আমরা কি ধরনের সহযোগিতা চাই সেসব নিয়ে আলোচনা হয়েছে।
এর আগে সোমবার সকাল সাড়ে ৯টায় রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
পরে স্বরাষ্ট্র উপদেষ্টা আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান। তিনি আহত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন।
এসময় পুলিশ প্রধান মো. ময়নুল ইসলাম, র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাইনুল হাসান, হাসপাতালের পরিচালক শেখ মো. রেজাউল হায়দারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।