দোষী সাব্যস্ত হলে বেনজীর আহমেদকে দেশে ফিরতে হবে: কাদের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২৪, ০৪:২২ পিএম
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
রবিবার (২ জুন) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিপুল দুর্নীতির অভিযোগ ওঠা পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বিদেশে চলে গেলেও তার বিচারকাজ চলবে। আদালতের রায়ে দোষী সাব্যস্ত হলে বেনজীর আহমেদকে দেশে ফিরতে হবে। সরকার এ ব্যাপারে কোনো ছাড় দেবে না বলেও জানান তিনি।
সরকার বেনজীর আহমেদকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে–বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বেনজীর আহমেদের বিষয়ে দুদক তদন্ত করছে। মামলা বা গ্রেপ্তার সব আইনি পন্থায় হবে। সরকার দুদককে এড়িয়ে আগ বাড়িয়ে কেন ব্যবস্থা নেবে।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ব্যক্তি দুর্নীতি করতে পারে, কিন্তু সরকার দুর্নীতিবাজকে কীভাবে দেখছে সেটা মূল বিষয়।
মির্জা ফখরুলের কাছে প্রশ্ন রাখতে চাই- সরকারের কে বেনজীরকে বিদেশে পাঠাল?’
এ সময় তিনি সংবাদমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। বলেন, ‘বেনজীর আহমেদ যে এত এত অন্যায় করল গণমাধ্যম কী করেছে? গণমাধ্যম একটা সংবাদও করল না কেন?’
বেনজীর আহমেদ ছাড় পাবেন না জানিয়ে সরকারি দলের এই মুখপাত্র বলেন, ‘বিদেশে যাক আর যেখানেই থাকুক, আইন নিজস্ব গতিতে চলবে। তাই বিচার হবেই, একদিন না একদিন বেনজীরকে বিচারের মুখোমুখি হতে হবে। বিদেশে থাকলেও বেনজীরের বিচার চলবে।
দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরতেই হবে, সরকার কোনো ছাড় দেবে না।’
আগামী ৬ জুন বেনজীরের দুদকে হাজির হওয়ার কথা। তবে এর মধ্যেই খবর বেরিয়েছে স্ত্রীর চিকিৎসার কথা বলে গত ৪ মে বেনজীর দেশ ছেড়েছেন।