Logo
Logo
×

জাতীয়

পরিচয় না দিয়ে কাউকে গ্রেপ্তার করা যাবে না

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৮ পিএম

পরিচয় না দিয়ে কাউকে গ্রেপ্তার করা যাবে না

ফাইল ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী নির্দেশ দিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরিচয় না দিয়ে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে না। 

রবিবার (১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যেকোনো অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের পরিচয় দিয়ে আসামি বা অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে হবে। যৌথ অভিযানসহ সব ধরনের অভিযানে এ নির্দেশনা মেনে চলতে হবে।

আগামী বুধবার (৪ সেপ্টেম্বর) থেকে দেশের বিভিন্ন স্থানে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চালানোর ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই অভিযানের মূল লক্ষ্য হচ্ছে সম্প্রতি দেশের বিভিন্ন থানায় হামলা ও লুটকৃত অস্ত্র ও গোলাবারুদ পুনরুদ্ধার করা।

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবরে সারা দেশে বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলাকারীরা থানায় সংরক্ষিত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট করে নিয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় কিছু অস্ত্র উদ্ধার করা সম্ভব হলেও এখনো অনেক অবৈধ অস্ত্র বাইরে রয়েছে। এসব অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে এবং নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন