বাজেট ২০২৪-২০২৫
সংসদে বাজেট উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২৪, ০৩:৪৮ পিএম
২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার (৬ জুন) বিকেল ৩টায় বাজেট উপস্থাপন শুরু হয়।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে প্রস্তাবিত বাজেট অনুমোদনে দুপুরে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। পরে প্রস্তাবিত বাজেটের অনুমোদন দেয় মন্ত্রিসভা।
২০২৪-২৫ অর্থবছরের বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। সামগ্রিক ঘাটতির পরিমাণ ২ লাখ ৫৬ হাজার কোটি। মোট রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা।
এর আগে, গত ৫৩ বছরে ৫৪টি বাজেট এসেছে। এর মধ্যে একটি বাজেট মুজিবনগর সরকারের। দৈনন্দিন ও অপরিহার্য ব্যয় নির্বাহে ১৯৭১ সালের ১৯ জুলাই বাজেট পেশ করেছিল মুজিবনগর সরকার। এছাড়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট এটি।