Logo
Logo
×

জাতীয়

আরও ২০ রাষ্ট্রদূত বদল হচ্ছে

Icon

যুগেরচিন্তা২৪ ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১১:৩৬ এএম

আরও ২০ রাষ্ট্রদূত বদল হচ্ছে

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর সরকার ও রাষ্ট্রের বিভিন্ন স্তরে পরিবর্তন আনা হচ্ছে। এরইমধ্যে বেশ কিছু দেশ থেকে রাষ্ট্রদূতদের সরানোর পাশাপাশি ফেরত আনা হয়েছে। বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে আবারও রদবদল আনা হচ্ছে। এবার ২০ দেশে রাষ্ট্রদূত পরিবর্তন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। 

উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি খোলাসা করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

উপ-প্রেস সচিব বলেন, কূটনীতিকদের সরিয়ে আনার জন্য রাজনৈতিক দলগুলো থেকে যে সুপারিশ আসছে সেটাও সক্রিয়ভাবে বিবেচনায় রাখা হয়েছে। ডিসেম্বর মাসে বাংলাদেশের বেশ কয়েকজন রাষ্ট্রদূত পিএলআরে চলে যাবেন। তাদের রিকল করা হয়েছে। আরও প্রায় ২০টির মত দেশে রাষ্ট্রদূত পরিবর্তন হতে যাচ্ছে। 

সেই নিয়োগের উদ্যোগও এরইমধ্যে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এর আগে ১৫ আগস্ট চুক্তি বা প্রেষণে বিদেশি মিশনে দায়িত্ব পালন করা সাত রাষ্ট্রদূত ও হাই কমিশনারসহ ১২ জনকে ঢাকায় ফেরত আনে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর মধ্যে রয়েছেন- রাশিয়ায় রাষ্ট্রদূত কামরুল আহসান, ওয়াশিংটনে রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, সৌদি আরবে রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী, জাপানে রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ, সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রদূত আবু জাফর, জার্মানিতে রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া ও মালদ্বীপের মালেতে হাইকমিশনার রিয়াল অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ।

২১ আগস্ট চাকরি থেকে বাদ দেওয়া হয় যুক্তরাষ্ট্র, রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসে দায়িত্ব পালন করে আসা তিন রাষ্ট্রদূতকে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন