Logo
Logo
×

জাতীয়

গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৩১ পিএম

গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১৬৫ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৫৬৩ জন এবং মোট আক্রান্ত হয়েছেন এক লাখ ১৯৪ জন।

রবিবার (২২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রবিবার (২২ ডিসেম্বর) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মৃত দুজনের একজন বরিশাল বিভাগের এবং অন্যজন ঢাকা বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪৯ জন, ঢাকা বিভাগে ২৭ জন, ময়মনসিংহে ৭ জন, চট্টগ্রামে ২১ জন, খুলনায় ২২ জন, রাজশাহীতে ৩ জন, রংপুরে একজন এবং বরিশাল বিভাগে ৩৫ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৬৪ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৬৮ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৬৯৬ জন ভর্তি। এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৬০ হাজার ১৫৭ জন ঢাকার বাইরের এবং ঢাকার দুই মহানগর এলাকায় ৪০ হাজার ৩৭ জন ভর্তি হয়েছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন