Logo
Logo
×

জাতীয়

জানুয়ারিতে নেপাল ও ভুটানের সাথে জলবায়ু বৈঠকে বসবে বাংলাদেশ: পরিবেশ উপদেষ্টা

Icon

মোরছালীন বাবলা

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৬ পিএম

জানুয়ারিতে নেপাল ও ভুটানের সাথে জলবায়ু বৈঠকে বসবে বাংলাদেশ: পরিবেশ উপদেষ্টা

জানুয়ারিতে নেপাল ও ভুটানের সাথে জলবায়ু বৈঠকে বসবে বাংলাদেশ: পরিবেশ উপদেষ্টা

জলবায়ু ইস্যুতে আগামী জানুয়ারিতে বাংলাদেশ, নেপাল এবং ভুটানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। জলবায়ু সম্মেলন থেকে সহযোগিতা না মিললে, তিন দেশ একে অপরকে কীভাবে সহায়তা করতে পারে তা নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে ২৯তম জলবায়ু সম্মেলনের প্রত্যাশা, বাস্তবতা এবং ভবিষ্যতের জন্য শিক্ষা নিয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা জানান, জলবায়ু সম্মেলনে সব দেশই দর কষাকষির চাপে পড়ে। তেল নির্ভর অর্থনীতির দেশগুলো জীবাশ্ম জ্বালানির ব্যবহার বজায় রাখতে চায়। তবে জলবায়ু পরিবর্তনের অস্তিত্ব সংকট থেকে আমাদেরও সরতে হবে না।

আন্তর্জাতিক দর কষাকষির পাশাপাশি বাংলাদেশের অবস্থান স্পষ্ট করা উচিত বলে তিনি মন্তব্য করেন। শুধু অর্থ পাওয়ার মাধ্যমে জলবায়ুর ঝুঁকি কমানো সম্ভব নয়; কার্বন নিঃসরণ কমানোর ওপরেও গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, কপ-২৯ সম্মেলনে আর্থিক আলোচনার অগ্রগতি খুব ধীরগতিতে হচ্ছে। ১০০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। জীবাশ্ম জ্বালানির ভর্তুকি ১.৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে, যা নবায়নযোগ্য শক্তির উন্নয়নে বাধা সৃষ্টি করছে। দক্ষিণ এশীয় দেশগুলির মধ্যে আরও ঐক্যের প্রয়োজন বলে তারা মন্তব্য করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন