Logo
Logo
×

জাতীয়

যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদের বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৫ পিএম

যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদের বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলীয়ভাবে নির্দেশনা রয়েছে যে, যারা গণহত্যা, সন্ত্রাস বা দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের বিএনপিতে অন্তর্ভুক্ত করা হবে না।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

আওয়ামী লীগের নেতারা বিএনপিতে যোগ দিচ্ছেন বলে যে গুঞ্জন শোনা যাচ্ছে, এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এ ধরনের ঘটনা সম্পর্কে আমার কোনো তথ্য নেই। তবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে, সন্ত্রাস, গণহত্যা বা দুর্নীতির সঙ্গে যারা যুক্ত, তাদের বিএনপিতে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, শীতার্ত মানুষদের সাহায্যে সরকারের কোনো উল্লেখযোগ্য উদ্যোগ এখনো দেখা যায়নি। তাই বিএনপি নিজস্ব উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করছে। প্রথমে শহরের মানুষদের মধ্যে বিতরণ করা হচ্ছে, এরপর পর্যায়ক্রমে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিতরণ করা হবে। তিনি আশা প্রকাশ করেন, সরকারও শীতার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসবে এবং প্রয়োজনীয় শীতবস্ত্র বিতরণ করবে।

দুর্নীতি ও স্বৈরতন্ত্র থেকে মুক্তি পাওয়ার উপায় সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এর জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করা জরুরি। জনগণের শাসন নিশ্চিত করতে হবে এবং একটি নির্বাচিত সংসদের মাধ্যমে দেশ পরিচালনা করতে হবে।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মমিনুল হক বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী ও আনসারুল হক, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম শরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারেক আদনান, জেলা ছাত্রদলের সভাপতি কায়েস, এবং সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন সাজু।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন