Logo
Logo
×

জাতীয়

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৬৭

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৫০ পিএম

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৬৭

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কারণে আরও ৬৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে, নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত তথ্যে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২৪ জন। তাছাড়া ঢাকা বিভাগের (সিটি করপোরেশন বাদে) ১১ জন, চট্টগ্রাম বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ২ জন, রাজশাহী বিভাগে ৪ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন এবং সিলেট বিভাগে ১ জন রোগী ভর্তি হয়েছেন।

এই বছরের শুরু থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৫৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, এর মধ্যে ৫৬৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নারীদের সংখ্যা বেশি।

গত বছরের পরিস্থিতির দিকে নজর দিলে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১,৭০৫ জন মারা গিয়েছিলেন এবং মোট ৩,২১,১৭৯ জন রোগী ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন