গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৬৭ জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:২৯ পিএম

ছবি : সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭ জন। এ সময় কারও মৃত্যু হয়নি। এ বছর সব মিলিয়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৫৮ জনে। আর এ রোগে মৃত্যু হয়েছে ৫৬৫ জনের।
বুধবার (২৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল পর্যন্ত এক দিনে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২৪ জন, ঢাকা বিভাগে ১১ জন, ময়মনসিংহে ৫ জন, চট্টগ্রামে ২০ জন, রাজশাহীতে ৪ জন, বরিশাল বিভাগে ২ জন জন এবং সিলেট বিভাগে ১ জন রোগী ভর্তি হয়েছেন।
ডিসেম্বরের ২৩ দিনে ডেঙ্গুতে আক্রান্ত ৯ হাজার ৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, আর মৃত্যু হয়েছে ৭৭ জনের। এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছেন অক্টোবর মাসে। সে মাসে ১৩৫ জনের মৃত্যু হয়েছিল। এক মাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বরে, ১৭৩ জন। নভেম্বরে ২৯ হাজার ৬৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় সে বছর।