রংপুর বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে : আবহাওয়া অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:৩১ পিএম

ছবি : সংগৃহীত
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের কিছু স্থানে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) রাতে প্রকাশিত পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বিস্তৃতি পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার (২৯ ডিসেম্বর) সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা স্থিতিশীল থাকতে পারে।
সোমবার (৩০ ডিসেম্বর) সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
বর্ধিত ৫ দিনের পূর্বাভাস অনুযায়ী, রাত ও দিনের তাপমাত্রা আরও কমতে পারে।