Logo
Logo
×

জাতীয়

বৈদ্যুতিক সংযোগ থেকে সচিবালয়ে আগুনের সূত্রপাত, প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৭:১৪ পিএম

বৈদ্যুতিক সংযোগ থেকে সচিবালয়ে আগুনের সূত্রপাত, প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ধরনের নাশকতার প্রমাণ মেলেনি; বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

অগ্নিকাণ্ড তদন্তে গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টে এই তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তদন্ত কমিটির অন্যতম সদস্য বুয়েটের অধ্যাপক ড. মাকসুদ হেলালী জানান, প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। তার সঙ্গে প্রাথমিক তদন্ত রিপোর্ট নিয়ে প্রায় এক ঘণ্টা বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা বিশেষজ্ঞ দলের কাছে বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি জানতে চান এবং ভবিষ্যতে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন