খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে বাসায় সেনাপ্রধান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১০:২৩ পিএম

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে গুলশানের বাসভবনে যান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তিনি খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় পৌঁছান এবং প্রায় ৪০ মিনিট সেখানে অবস্থান করেন।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, সেনাপ্রধান খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এসেছেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর তাকে স্বাগত জানান। সেনাপ্রধান খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় সেনাপ্রধানের সঙ্গে তার সহধর্মিণীও উপস্থিত ছিলেন বলে জানান শায়রুল কবির খান।