Logo
Logo
×

জাতীয়

বিএসএমএমইউ পরিচালকের পদত্যাগ দাবি করলেন গণঅভ্যুত্থানে আহতরা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১১:৪৩ পিএম

বিএসএমএমইউ পরিচালকের পদত্যাগ দাবি করলেন গণঅভ্যুত্থানে আহতরা

ছবি : সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিরা হাসপাতাল ছেড়ে শাহবাগ মোড়ে এসে সড়ক অবরোধ করেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালকের পদত্যাগের দাবি জানান।

বিএসএমএমইউয়ে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের খারাপ আচরণের অভিযোগ তুলে এই দাবি করেন অবরোধকারীরা। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বর্তমানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম ঘটনাস্থলে এসে তাদের শান্ত করার চেষ্টা করেন। তিনি আশ্বাস দেন যে, বিএসএমএমইউ পরিচালকের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।

এরপর আহত ব্যক্তিরা সড়ক ছেড়ে হাসপাতালের ভেতরে যান এবং একপর্যায়ে তারা পরিচালকের কক্ষে তালা ঝুলিয়ে দেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন